বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার সন্ধায় চাঁন্দপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার মমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিএনপি নেতা একরামুল হক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি বিএনপিনেতা আবু সায়েম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এড.আবুল বাশার,প্রফেসর নজরুল ইসলাম,বিএনপি নেতা মিজানুর রহমান,উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবীব, মাষ্টার মোবারক হোসেন,মোহাম্মদ ইব্রাহিম, ইউনিয়ন যুবদলনেতা হারুনুর রশিদ,বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল জলিল,যুবনেতা মহসিন,পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফারভেজ,মেহেদী হাসান, যুবনেতা আলমগীর হোসেন, মাহমুদ হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,যুবদলনেতা যোবায়ের মাহমুদ, মজোয়ার হোসেন মিলন,ওমর ফারুক ভূট্টু,আবুল হাসেম,ব্যাবসায়ী সাফায়েত হোসেন সাফু,ইউনিয়ন ওলামাদল আহবায়ক মুহিবুল্লাহ নাজাতী,সাবেক সেনা কর্মকর্তা আব্দুল গফুর,বিএনপিনেতা আনোয়ারুল হক,এনায়েত উল্লাহ প্রমুখ।