বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোটে প্রতিহিংসা পরায়ন হয়ে সরকারি স্থাপনা ও মানুষের বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ সভা ও র্যালী বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট পশ্চিম বাজার থেকে র্যালীটি শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় একই স্থানে এসে শেষ করে। নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে নাঙ্গলকোট পশ্চিম বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন বক্সগঞ্জ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, জোড্ডা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির দুলাল, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি ডাক্তার শাহজাহান,যুবনেতা শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। এছাড়াও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।