৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে হিফজ ছাত্রদের পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ




নাঙ্গলকোটে হিফজ ছাত্রদের পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২৪, ২০:৫৩ | 623 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের কাজী জোড়পুকুরিয়া অধ্যাপক মাওলানা মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া (রহ:) মডেল মাদরাসা হিফজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ শনিবার সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা সহ-সভাপতি ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বাইতুস সুন্নাহ দরবারের পীর ড. মাওলানা আব্দুল আযীম আল ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামান্স ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক বশিরুজ্জামান খান।
প্রধান বক্তা ছিলেন মাদরাসা পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক ভূঁইয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদরাসা পরিচালক ও সহ-সভাপতি মাঈন উদ্দিন ভূঁইয়া।
মাদরাসা প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও শিক্ষক যোবায়ের হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মুহতাসিম বিল্লাহ, আর্কিটেক ডিজাইনার জাকারিয়া ইবনে রাজ্জাক রাসেল, লিন্যাস গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, ইসলামী ব্যাংক চান্দিনা শাখা প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ শাহজাহান, সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব মজুমদার, মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম সুমন, সমাজ সেবক তৌহিদ উল্লাহ মজুমদার রায়হান, অধ্যাপক মাওলানা মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া (রহ:) মডেল মাদরাসা সহকারী প্রধান শিক্ষক মাওলানা মহিব উল্লাহ ভূঁইয়া, শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া।
উপস্থিত ছিলেন, জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদরাসা সিনিয়র শিক্ষক কবি আফজাল হোসাইন মিয়াজী, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার আবুল কাশেম মোল্লা, মাস্টার আনোয়ার হোসেন, ঢালুয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুদ, সমাজ সেবক আমীরুল ইসলাম চৌধুরী, চেহরিয়া রক্তিম সূর্য সংঘ ক্লাব সভাপতি সোলাইমান সবুজ, সমাজ সেবক সোহেল রানা।
অনুষ্ঠান শেষে অধ্যাপক মাওলানা মুহাম্মদ উল্লাহ ভূঁইয়া (রহ:) মডেল মাদরাসা হিফজ ছাত্রদের পাগড়ী প্রদান, পুরস্কার বিতরণ ও দোয়া মুনাজাত করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET