বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুব নেতা ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আলম মজুমদারের উদ্যোগে শনিবার দিনব্যাপী বন্যাকবলিত প্রায় ৫’শ পরিবারে শুকনো খাবার বিতরণ করা হয়।
নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী উচ্চ বিদ্যালয় অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও উপজেলার পিপড্ডা, বেকামলিয়া, শরিফপুর, খাঁড়ঘর, গাসিয়াল সহ বিভিন্ন গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোদাচ্ছের হোসেন মজুমদার লিটন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক যুবনেতা জহিরুল ইসলাম শামীম ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা এডভোকেট এনায়েত উল্লাহ, উপজেলা যুবদল সদস্য রিগান হাজারী, খোরশেদ আলম মোল্লা, যুবদল নেতা কাজী রুবেল, প্রবাসী নাছির উদ্দীন, মৌকারা ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।