পথনাটক আন্দোলনসহ দেশের নাট্যাঙ্গনে অন্যতম অবদান নাট্যজন মান্নান হীরা’র ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ নাট্যচক্র সংগীত একাডেমি কার্যালয়ে সিরাজগঞ্জ পথনাটক পরিষদ ও মৃওিকা নাট্যশালা, সিরাজগঞ্জের আয়োজনে স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, নাট্য ফেডারেশনের সভাপতি মো. গোলজার হোসেন।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পথনাটক পরিষদের আহবায়ক ও মৃত্তিকা নাট্যশালা সিরাজগঞ্জের প্রধান পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফুল ইসলাম চৌধুরী জগলু।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও নাট্যচক্র গ্রুপ থিয়েটার, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুম নাট্যজন মান্নান হীরা’র কর্মময় জীবনীর উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকরও ছড়াকার বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ও নাট্যলোকের সভাপতি মোমিন বাবু, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভোলা, সিরাজগঞ্জ রবীন্দ্র সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা,তরুন সম্প্রদায়ের পরিচালক সংগঠন মো. ফরিদুল ইসলাম সোহাগ, শেখড় সভাপতি নাসিমা আহমেদ,আবৃত্তি শিল্পী অঞ্জলি রাহা, লালন একাডেমি সিরাজগঞ্জের সভাপতি মোঃ নুরুল হুদা, বাউল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আব্দুল মতিন তানসেন, নাট্য ফেডারেশনের যুগ্ম- সাধারণ সম্পাদক ও নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্র।
মান্নান হীরার জন্ম ১৯৫৬ সালে, সিরাজগঞ্জ জেলায়। মফস্বল শহর থেকে মাধ্যমিক, রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। নাট্যচর্চার শুরু থেকেই তিনি আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০২০ সালে মৃত্যুবরণ করেন। মান্নান হীরা দীর্ঘদিন পথ নাটকের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আমৃত্যু তিনি বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। মান্নান হীরার নাট্য রচনার প্রধান উপাদান নিরন্ন মানুষ ও দরিদ্র জনপদ। বিশেষ করে তার পথনাটক বিশাল কৃষিজীবী মানুষ, তাদের উৎপাদন ও উপকরণ কেন্দ্র করে লেখা।তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে-লাল জমিন ভাগের মানুষ ময়ূর সিংহাসন’ গিরগিটি’ সাদা-কালো’ ইত্যাদি। মূর্খ লোকের মূর্খ কথা মান্নান হীরা রচিত ও নির্দেশিত অন্যতম পথনাটক।