
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালে দায়িত্ব
পালন করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন
মুজাক্কির হত্যার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত মুল হোতাদের গ্রেপ্তার
ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ফেব্রুয়ারী)সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক
ইউনিয়ন ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশন যৌথ আয়োজনে খাগড়াছড়ি প্রেস ক্লাবের
সামেন এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জেলা-উপজেলার কর্মরত বিভিন্ন
মিডিয়ার পেশাজীবি সংবাদিকরা অংশ নেয়।
এসময় বক্তারা সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িত মুল
হোতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করে বক্তারা
বলেন,সারাদেশে সাংবাদিকরা হামলা,মামলা গুম ও খুনের শিকার হচ্ছেন।এতে করে
সাংবাদিকতা পেশা দিন দিন হুমকির মুখে পড়ছে। অবিলম্বে নোয়াখালীসহ সারাদেশে
সংগঠিত সাংবাদিক নির্যাতন ও খুনের ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের
গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে
সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে এতে
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি
রিপোর্টাস ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের
সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান,সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য্য,খাগড়াছড়ি
প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত: গত ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালির
চাপরাশির হাট বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত
দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সে।পরে তাকে উন্নত
চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন
অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি তিনি মারা যায়।