কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ মোঃ রিমন(২৪) নামে এক মোটর সাইকেলের চালককে হেলমেট ব্যবহার না করার অপরাধে সড়ক পরিবহন আইনে জরিমানা না করে তাকে হেলমেট কেনার পরামর্শ প্রদান করার পর সে চালক বাজার থেকে নতুন একটি হেলমেট ক্রয় করেছে। এরপর ওই চালকের হাতে আটককৃত মোটরসাইকেল টি হস্তান্তর করেন। রিমন উপজেলার পৌর এলাকার রামরায় গ্রামের আবদুল মন্নানের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাড়ি সর্দার নামক স্থানে। পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মোটর সাইকেল চালকরা। তথ্যটি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। থানা সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার হাড়ি সর্দার নামক স্থানে অবৈধ মোটরসাইকেল অভিযানে নামে।
এসময় ওই স্থানে এক যুবক হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পুলিশ তার গতিরোধ করে। মোটরসাইকেলটির সকল কাগজ-পত্র বৈধ পায় কিন্তু চালক রিমনের মাথায় কোন হেলমেট না থাকায় মোটরসাইকেলসহ তাকে থানায় নিয়ে আসা হয়। এসময় ওসি ত্রিনাথ সাহা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে সড়ক আইনের ধারা মনে করিয়ে দেয় এবং মেলমেট সম্পর্কে তাকে বিভিন্ন উপকারী তথ্য প্রদান করে। তাকে বাজার থেকে একটি নতুন হেলমেট কেনার পরামর্শ প্রদান করলে রিমন তাৎক্ষণিক বাজার থেকে নতুন একটি হেলমেট কিনে আনলে পুলিশ আটককৃত মোটর সাইকেলটি তার কাছে হস্তান্তর করে। ওসি ত্রিনাথ সাহা বলেন, কুমিল্লার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা প্রতিদিন অবৈধ মোটর সাইকেলে বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রিমন নামে এক যুবক হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ তাকে গতিরোধ করে আমার কাছে নিয়ে আসে। পরবতীতে আমি সে যুবককে হেলমেট ব্যবহারের সুফল সম্পর্কে ধারণা প্রদান করি। সড়ক পরিবহন আইনে তাকে জরিমানা না করে নতুন হেলমেট কেনার পরামর্শ দিলে সে তাৎক্ষনিক নতুন একটি হেলমেট ক্রয় করে।