ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম ছাগলনাইয়া মিয়াজী বাড়ীর মানসিক প্রতিবন্ধী আবু তাহের (৬৯) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসহায় এ প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় আর্থিক সহযোগিতা প্রয়োজনের বিষয়টি অবগত হয়ে তার চিকিৎসা সেবায় আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়ালেন ছাগলনাইয়ার মানবিক ইউএনও সাজিয়া তাহের। বুধবার (৭ জুলাই) সকালে আবু তাহেরের সার্বিক চিকিৎসা সেবায় পাশে থাকা ব্যক্তি নিরাময় ফার্মেসীর সত্ত্বাধিকারী মোঃ নুরুল আলমের হাতে নগদ ১০ হাজার টাকা তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় আবু তাহেরের জন্য দুই ব্যাগ খাদ্য সহায়তাও প্রদান করেন ইউএনও।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার আবু তাহেরের মাথায় ,পায়ে ও হাতে অপারেশন করা হয়। বর্তমানে তার শরীরে রক্ত (O+) শূন্যতা থাকায় ডাক্তার তিন ব্যাগ রক্তের ব্যবস্থা করতে পরামর্শ প্রদান করেন।
এরআগে, আবু তাহের দুইদিন যাবত নিখোঁজ থাকার পর গুরুতর আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পাওয়াগেছে। ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকা হতে পুলিশের সহযোগিতায় তাকে হাসপাতালে আনা হয়েছে বলে সুত্র জানায়।
Please follow and like us: