প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শপথ গ্রহন করলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামীম তালুকদার লাবু।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় এই শপথ গ্রহণ করেন।
শপথ পাঠ শেষে প্রধানমন্ত্রী নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অভিনন্দন জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, জনগণ আপনাদের বিরল সম্মান অর্জনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থেকে তাদের দুঃখ দুর্দশা ভাগ করে সে সম্মান আপনাদেরকে ধরে রাখতে হবে এবং নিজেদের জায়গা থেকে জেলাকে রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য গত ৯ই মার্চ সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে ১২৮ ভোট বেশী পেয়ে নির্বাচিত হন আলহাজ্ব মোঃ শামীম তালুকদার লাবু। শামীম তালুকদার লাবু সিরাজগঞ্জ এর প্রবীণ রাজনৈতিক ও একুশে পদপ্রাপ্ত মোতাহার হোসেন তালুকদারের ছোট ছেলে এবং সিরাজগঞ্জ-২ সদর ও কামরখন আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর স্বামী।
শপথ গ্রহণ শেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।