দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যালয়ের এ্যাডহক কমিটি বাতিল করে নিয়মিত পরিচালনা কমিটি গঠনের দাবীতে এলাকাাবাসী বিক্ষোভ ও বিদ্যালয় ঘেরাও করে রাখে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে ঘেরাও কর্মসূচি স্থগিত করেন তারা।
বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানতে পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ্যাডহক কমিটি ভেঙ্গে দিয়ে নিয়মিত কমিটি গঠন করার আশ্বাস দেয়ায় এলাবাসীরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
এলাকাবাসীরা জানায়, খাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম গত ২০২২ সাল থেকে বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটি গঠন না করে, নিয়ম বহির্ভূত ভাবে এ্যাডহক কমিটি গঠন করে আসছে। চলতি সেপ্টেম্বর মাসের গত ১৭ তারিখে আবারো এ্যাডহক কমিটি গঠন করলে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় ঘেরাও করে।
এ বিষয়ে জানতে চাইলে খাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম বলেন নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া নেয়া হয়েছিল, কিন্তু তার পূর্বে এলাকাবাসীরা বিদ্যালয়ে এসে ঘেরাও করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন,এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবী নিয়মিত কমিটি গঠন করে বিদ্যালয়ের উন্নয়ন করা। তাদের দাবী অনুযায়ী বিদ্যালয়ের নিয়মিত কমিটি গঠনের ব্যবস্থা নেয়া হয়েছে।