২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা




ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০২৪, ২১:৪৮ | 635 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবী এবং গ্রাহক হয়রানী ও অনিয়মের প্রতিবাদসহ প্রিপেইড মিটারের প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় গ্রাহকরা।
শনিবার (২১ডিসেম্বর) সকাল ১১টায় পৌর শহরের বাংলা স্কুল সংলগ্ন কাঁটাবাড়ী গ্রামে বিদ্যুৎ ব্যবহারকারী সাধারণ জনগনের ব্যানারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় দোকান কর্মচারী শ্রমিক ইউনয়নের সভাপতি হামিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটি ফুলবাড়ী শাখার আহব্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, বাংলাদেশের বিপ্লবী কমিনিষ্ট লীগ উপজেলা শাখার সম্পাদক সনজিত প্রসাদ জিতু, সাবেক পৌর কাউন্সিলরর আব্দুস জব্বার মাসুদ,ফাতাহা,মনতাজ প্রমুখ।
এ সময় তেল গ্যাস খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহব্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। তাঁর মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করেছেন এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়েছেন। এ কারণে বিগত সরকারের পাস করা সব গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। একইভাবে সকল বক্তারা বলেন, এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বো। তাই আমরা কোনভাবে প্রিপেইড মিটার চাইনা। আমাদের দাবি না মেনে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং আগামীতে আরও কঠোর আন্দোল গড়ে তোলা হবে। এর দায় তখন ফুলবাড়ী নেসকোর আবাসিক প্রকৌশলীকে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের দুর্নীতি, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের আহ্বানও জানান তাঁরা।
সভা শেষে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌর শহরের শতশত নেসকোর গ্রাহকরা অংশ গ্রহণ করেন।
বিষয়টি নিয়ে মুঠো ফোনে কথা বললে, ফুলবাড়ী আবাসিক প্রকৌশলী (নেসকো পিলএলসি) দেলোয়ার হোসেন বলেন, জনগণ না চাওয়ার কি আছে, ভালো জিনিস চাবে না কেন? গাড়ীতে আছি পরে ফোন দিচ্ছি বলে ফোন কেটে দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET