দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১শে ফেব্রুয়ারিতে ভাষা সৈনিকদের প্রতি কৃতজ্ঞতায় শ্রদ্ধা নিবেদনে উপজেলা পরিষদ শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল।
মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারের শহীদ বেদীতে একে একে শহীদ বেদীতে পুষ্পার্ণ অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল কামাহ তমাল এর নেতৃত্বে উপজেলা প্রশাসন,পৌর মেয়র মাহমুদ আলম লিটনের নেতৃত্বে পৌর পরিষদ,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে ফুলবাড়ী থানা,ফুলবাড়ী সরকারী কলেজ শহীদ মিনারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনের নেতৃত্বে উপজেলা বিএনপি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবি সংগঠন।
বুধবার সকাল ৭টায় সূর্যদ্বয়ের আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার মাদিলাহাট এর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাদিলাহাট কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে মাদিলাহাট কলেজ। এসময় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী,সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ র্যালী নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার শহীদ মিনারগুলোর শহীদ বেদীতে পূষ্পার্ণ অর্পণ করেন । শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।