দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয় লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আবুল হাসান ও সেক্রেটারী পদে প্রভাষক হাসানুজ্জামান নির্বাচিত হয়েছে।
শনিবার ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৩টা প্রর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে অনান্য পদে বিজয়ীরা হলেন ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক আফরোজ জাহান রেহনুমা আক্তার, ট্রেজারার পদে জগন্নাথ চন্দ্র রায় ডিরেক্টর পদে দয়াল সরকার ও মোয়াজ্জেম হোসেন।
নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম এ নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। এসময় নির্বাচন কমিটির অন্য দু”জন সদস্য সমবায় পরিদর্শক বেনজির আহম্মেদ ও রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিটির সভাপতি মাজহারুল ইসলাম বলেন শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ এর তৃ-বার্ষিক নির্বাচনে ৬টি পদের বিপরিতে ১৩জন প্রার্থী প্রতিদন্দিতা করেন, এরমধ্যে সভাপতি পদে ৩জন ও অনান্য পদে ২জন করে ১০ জন। এ সমিতির ৩২০ জন ভোটারের মধ্যে ৩১৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
এদিকে ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন পর্যবেক্ষনের জন্য উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা হারুন আর রশিদ, সমবায় কো-অপারেটিভ এর জেলা ব্যবস্থাপক অরুন কুমার উপজেলা ব্যবস্থাপক মিজানুর রহমান, উপজেলা প্রোগ্রামার কর্মকর্তা দিপক কুমার, মোহাম্মদ আলী,দেলোয়ার হোসেন ও লিয়াকত আলী।