নতুন করারোপ ছাড়াই দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩৯ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৩৬ টাকার বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদুল আলম লিটন।
বুধবার (২৬জুন) বেলা ১২ টায় পৌরসভা মিলায়নতনে এক সুধি সমাবেশে এই উম্মুক্ত বাজেট ঘোষণা করেন তিনি।
নতুন অর্থ বছরের বাজেটে ৩৯ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৫৩৬ টাকার মধ্যে পৌরসভার নিজস্ব রাজস্ব আয় ৬ কোটি ৫৯লাখ ৩৪ হাজার ৫৩৬টাকা ও উন্নয়ন খাত থেকে আয় ৩৩ কোটি ৩০ লাখ টাকা নিদ্ধারণ করা হয়েছে।
বাজেট বক্তব্যে পৌর মেয়র মাহমুদুল আলম লিটন বলেন, ২০২০ ও ২০২১ সালের করোনা প্রাদুর্ভাবের কারনে গত ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরে বিশ্ব মন্দা সৃষ্টি হয়। ফলে পৌরসভার রাজস্ব আয় কমে আসে,একই সাথে সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্ধ সীমিত করা হয়। যে কারনে আশানুরুপ উন্নয়ন হয়নি। আগামী অর্থ বছরে সরকারের নতুন প্রকল্প ও অর্থ বরাদ্ধ বৃদ্ধি পাবে এমনটিই আশা প্রকাশ করে আগামী অর্থ বছরে আশানুরুপ উন্নয়নের সম্ভাবনার কথা জানান পৌর মেয়র।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর প্যানের মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ডাবলু, পৌর কাউন্সিলর হারান দত্ত।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু,পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, মমতাজুর রহমান পারভেজ, সৈয়দ সামিউল ইসলাম সোহেলসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী,সুধিজন ও সাংবাদিকগণ।