১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ




ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ৩০ ২০২১, ১৭:২৬ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
২০২০-২০২১ অর্থ বছরে রোপা আমন ধানের হাইব্রীড ও উপসি জাতের প্রনোদনা প্রদানের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। এতে সভাপতিত্বে করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বেতদীঘি ইউপি চেয়ারম্যান, উপাধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন,আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন প্রমূখ।
উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় হাইব্রীড জাতের ধান বীজ ৩৩শতকের প্রতি বিঘায়, প্রতিজন কৃষক ২ কেজি বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে মোট ১১০ জন কৃষককে এই প্রনোদনা প্রদান করা হয়। পর্যাক্রমে উপজেলার মোট ৬৬০ জন কৃষককে এই কৃষি প্রনোদনা প্রদান করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET