বগুড়া-০৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমারা পেতাম না স্বাধীন রাষ্ট্র। তার অবদানের জন্য আজ বিশ্বের মান চিত্রে বাংলাদেশ নামে একটি ভুখন্ড স্থান হয়েছে। তার প্রচেষ্ঠায় বাংলার মানুষ আজ স্বাধীন ভাবে বাঁচতে শিখেছে স্বাধীন ভাবে কথা বলতে পারছে। তিনি ছিলেন অন্যায়ের প্রতিরোধের কন্ঠস্বর। তিনি দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করে গেছেন। অন্যর কাছে বাঙ্গালী জাতিকে মাথা নত করতে দেন নি তিনি। পরাধীনদের থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করতে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ডাকে আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করতে পেরেছি এবং আমরা পেয়েছি স্বাধীন রাষ্ট্র। মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে বগুড়ার ধুনটে হযরত শাহজালাল (রাঃ) জেনারেল হসপিটালের আয়োজনে ২ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বাদশাহ আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসার আব্দুর রহমান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, তদন্ত ওসি মিজানুর রহমান, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ রোকেয়া খানম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা প্রমূখ।