
বরিশালে জেলা স্কাউট ও স্কাউট লিডারদের পক্ষ থেকে নদী বন্দরে যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে যাত্রীদের মাঝে মাস্ক এবং সচেতনতামূলক ফেস্টুন বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এ সময় জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক পাপিয়া জেসমিন, আক্তারুজামান, তুষার কান্তি ও মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় জেলা স্কাউটস সাধারণ মানুষের মাঝে ৫ হাজার মাস্ক বিতরণ করে। এছাড়া জনসাধারণের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে ৫ হাজার মাস্ক এবং ৫০টি ফেস্টুন হস্তান্তর করেন।
Please follow and like us: