বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ও একজন প্রসূতি মা’কে আর্থিক সহায়তা প্রদান করেছে গোল্ডেন বয়েজ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের হরিণখানা মাশুক জামে মসজিদ প্রাঙ্গণে আহত ও প্রসূতি মায়ের অভিভাবকের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। আর্থিক সহায়তা পাওয়া দুই পরিবার গোল্ডেন বয়েজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শহরের সম্মেলনি স্কুল রোডের সবজি বিক্রেতা মোতালেব শেখের ছেলে আসিফ শেখ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন যাবত ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গোল্ডেন বয়েজ তার চিকিৎসার খরচ বাবদ নগদ ২৫ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেন। বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি মুনিগঞ্জ এলাকার রিক্সাচালক পিন্টু শেখের স্ত্রী ও তার নবজাতকের চিকিৎসা ও সুষম খাদ্যের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হরিণ খানা গোল্ডেন বয়েজের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন, উপদেষ্টা শেখ বশিরুল ইসলাম রতন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহামুদুল আলম সাগর, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাদশা, মোঃ নুরুল হুদা সোহেল, শাহআলম, মিরাজ তালুকদার, উজ্জ্বল শেখ সহ আরও অনেকে।
সহায়তা প্রধান শেষে করিমখানা গোল্ডেন বয়েজ এর প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এই সংগঠন দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে এই সংগঠনের মাধ্যমে সহায়তা নিয়ে অনেকেই উপকৃত হয়েছে। তথ্য পেয়ে যাচাই-বাছাই শেষে অসহায় দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসবে এই সংগঠন।
Please follow and like us: