৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান করেছেন আলোর পথে 




বাগেরহাটে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান করেছেন আলোর পথে 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ৩০ ২০২৪, ০০:৪৮ | 656 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রক্তদান ও সেবা মূলক সংগঠন আলোর পথের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বেলা চারটায় বাগেরহাটের এসি লাহা মিলনায়তনে আল বারাকা রিয়েল এস্টেট এর সিইও বিশিষ্ট ব্যবসায়ী শেখ ওয়াহিদুজ্জামান রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম।
আলোর পথের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার প্রদীপ কুমার বকসী, অঙ্কুর সংস্কৃতিক সংগঠনের মীর ফজলে সাঈদ ডাবলু, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, ও জনপ্রিয় চিত্রনায়িকা শাহানুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ড. প্রফেসর নজরুল ইসলাম তামিজি, প্রাণের বাগেরহাটের শাওন পারভেজ,  রেড ক্রিসেন্ট এর সাবেক যুব প্রধান শেখ সাকির হোসেন, জারিফ হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ রবিউল ইসলাম, শেখ জাকির হোসেন প্রমূখ।
আলোচনা সভার শেষে জেলার বিভিন্ন রক্তদাতা সংগঠন ও একটিভ রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন সেভ দা ফিউচার ফাউন্ডেশন, প্রাণের বাগেরহাট, বাগেরহাট জেলা ব্লাড ব্যাংক, খানজাহান আলী ব্লাড ব্যাংক, ধ্রুবতারা সহ বিভিন্ন সংগঠন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট বাগেরহাটের প্রথম যুব প্রধান, বৈশাখী টিভি বাগেরহাট জেলার প্রতিনিধি খন্দকার আকমল উদ্দিন সাকী ও জেলার সর্বোচ্চ রক্তদাতা জাহিদুল ইসলাম জাদুকে আলোর পথের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভা, ক্রেস্ট ও সম্মাননা প্রদান শেষে এক মানোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET