আগামী প্রজন্মকে সক্ষম করি- দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে দিনাজপুরের বিরলে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও পল্লীশ্রী এর সহযোগিতায় উপজেলা প্রাশসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর বিরলের আয়োজনে রোববার বেলা ১১ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর হতে র্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, উপজেলা আইসিটি অফিসার জাকির হোসেন, বিরল প্রেস ক্লাব এর আহবায়ক আতিউর রহমান, এনজিও প্রতিনিধি পল্লীশ্রী এর প্রকল্প ব্যবস্থাপক মাসুদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (সিডিএ) এর আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখও। র্যালীতে সকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীসহ এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে তাল বীজ বোপন করা হয়।