দিনাজপুরের বিরলে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে দেশ, জাতি ও বিশ^মানবতার কল্যাণ কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। ২৬ আগষ্ট (সোমবার) উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন। এ সময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সুবল রায় এর সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, শ্রী শ্রী গীতাসংঘের নেতা ডা. বীরেন্দ্রনাথ রায়, নরেন্দ্র নাথ সরকার, দয়াল চন্দ্র রায় প্রমূখ। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।