
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মিঞা শিরন আলমের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে দুপুরে পৌর শহরের শালবাগান এতিমখানা মাদ্রাসায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এবং উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল ও সদস্য সচিব পলাশ বিন আশরাফীর তত্ত্বাবধানে মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উভয় কর্মসূচিতে পৃথকভাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জোবাইদুল হক জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ্ আলম মন্ডল, রায়হান কবির জনি প্রমুখ। কর্মসূচিতে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: