সারাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিরামপুরে বুধবার পৌর শহরের প্রধান সড়কে মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিরামপুর সরকারি কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এদিন সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন বাজার ও রাস্তাঘাট প্রদিক্ষণ করেছে। বিকেলে বিশাল এক মিছিল বিরামপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
মিছিল শেষে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু চত্বরে সমাবেশ করে এবং সরকারি চাকরিতে কোটা প্রথার বিরুদ্ধে ও কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এছাড়াও সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক হামলা করে শিক্ষার্থী নিহত ও হতাহতের প্রতিবাদ জানানো হয়।
Please follow and like us: