বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ অক্টোবর, শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বিরামপুর আদর্শ হাইস্কুলের হলরুমে জামায়াতে ইসলামীর বিরামপুর পৌরসভা শাখার আমীর সাখাওয়াত হোসেনের সার্বিক পরিচালনায় এবং উপজেলা শাখার আমীর অধ্যাপক মকছেদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিন সাংগঠনিক জেলা আমীর আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর জেলা দক্ষিণের নায়েবে আমির ডক্টর মুহাদ্দিস এনামুল হক।
এ সময় জামায়াতে ইসলামীর দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সহ-সেক্রেটারি হাফিজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আবু হানিফ, পৌরসভা সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ সহ জামায়াতের বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বিগত সময়ে জামায়াতের উপর হওয়া নানান ধরনের জুলুম, নিপীড়ন ও অত্যাচারের বর্ণনা দেন এবং জামায়াতের বর্তমান কর্মকান্ড সমূহ তুলে ধরেন
Please follow and like us: