
মাগুরাঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে শোক দিবসের র্যালীটি আঁঠারমাইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন শেষে বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিঠু, আওয়ামীলীগ নেতা ইব্রাহিম হোসেন, হানেফ মোড়ল, হযরত আলী শেখ, আসগর শেখ, আব্দুর রহিম, আব্দুল গফফার মোড়ল, রেজাউল শেখ, মাষ্টার মোতালেব খান, আব্দুর রাজ্জাক, দ্বীন মোহাম্মদ, শ্রমিকলীগের সভাপতি শাহাবুদ্দীন মোড়ল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, কামরুল, সোহাগ, হাসান, মিকাউর, মিজান, মাসুদ, দিপু ঘোষ প্রমুখ।