খেজুর মহল টিআর আলিম মাদ্রাসার প্রভাষক মোঃ ইয়াহিয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ লা অক্টোবর) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই এলাকার ছাত্র সমাজ ও সাধারণ জনতার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মাদ্রাসার ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ ইয়াহিয়ার দুর্নীতি ও অপকর্মের বিভিন্ন ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন তারা। অত্র অঞ্চলের সাবেক এমপি বেগম হাবিবুন নাহার এবং প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রশিদ শেখের বিচারও দাবি করেন তারা।
মানববন্ধনে ছাত্র সমাজ ও এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া দেশীয় অস্ত্রশস্ত্র ও গুন্ডাবাহিনী নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে, সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী মহেশ্বরের পক্ষে অবস্থান করেছে, তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করেছে, মাদ্রাসা শিক্ষকদের মারপিট করেছে এবং কয়েকজন শিক্ষককে জোরপূর্বক অবসরে পাঠিয়েছে, শিক্ষার্থীদের সাথে অসদাচরণ করে, ভুয়া ভাউচারের মাধ্যমে মসজিদের টাকা আত্মসাৎ করেছে এবং আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে এলাকায় মানুষকে অতিষ্ট করে তুলেছে। তদন্তপূর্বক দুর্নীতিবাজ শিক্ষক ইয়াহিয়ার বিচার এবং মাদ্রাসা থেকে অপসারণের আবেদন জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হাবিব সরদারের কন্যা সরদার মুক্তি খাতুন, গোলদার বোরহান উদ্দিন, সরদার মারুফ বিল্লাহ, মোহাম্মদ মেহেদী হাসান, বাকি বিল্লাহ, খান লুৎফুর রহমান, হাফিজ শেখ, বায়েজিদ শেখ, মোঃ সোহেল খান, তানভীর শেখ, শাহিন হোসেনসহ স্থানীয় ছাত্র সমাজ ও কুমলাই এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
Please follow and like us: