১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মানবিক মূল্যবোধে যুব উৎসব করলো মানব কল্যাণ পরিষদ




মানবিক মূল্যবোধে যুব উৎসব করলো মানব কল্যাণ পরিষদ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৮ ২০২৪, ১৮:০১ | 720 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মানবিক মূল্যবোধে যুব উৎসব করেছে মানব কল্যাণ পরিষদ। নারায়ণগঞ্জ চাষাঢ়াস্থ মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তাদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের প্রসিকিউটর ফৌজিয়া মুবাশ্বেরাহ নীলিম। প্রধান অতিথি মাতৃভাষার তাৎপর্য তুলে ধরে তার বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক সচেতনতায় মাদক কে না বলতে হবে এবং জীবনকে ভালোবাসতে হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসন যথেষ্ট আন্তরিক রয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগীতা প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহেরাস মেকওভার বিউটি সেলুন এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক মাইহার মিম। তিনি বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। প্রশিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হচ্ছে। মানব কল্যাণ পরিষদের স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েসের স্বাবলীল উপস্থাপনায় যুব উৎসবে দিক নির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব, মোঃ নিজাম উদ্দিন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সচিব শাহাদাত হোসেন তৌহিদ, সাংগঠনিক সচিব আকবর হোসাইন জনি, সাংগঠনিক টীম লিডার বুবলি আক্তার ও সাংগঠনিক কর্মসূচী পাঠ করেন নির্বাহী সচিব ইফতেসাম।

আনন্দ বিনোদনে সৃজনশীল সাহিত্য চর্চায় লেখা পাঠ করেন সাদিয়া আফরিন তমা ও সঙ্গীত পরিবেশন করেন পপি সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন গণমাধ্যমকর্মী আহসানুল হাবীব সোহাগ, সমাজকর্মী রাকিবুল ইসলাম ইফতি, নারী উদ্যোক্তা ইসরাত বেগম, উদ্যমী নারী আয়শা হক, বিউটিশিয়ান সুলতানা আফরোজ, আত্মপ্রত্যয়ী নারী তানিয়া আক্তার ও দীপা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা লতিফা বেগম সংগঠনের চেয়ারম্যান ও অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপস্থিত অনেকেই অনুভূতি প্রকাশে বলেন, আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এবং নারীদের কল্যাণে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা রেখে চলেছে। পুরুষ ও নারী সমন্বয় করে মানবিক কার্যক্রমগুলো চালিয়ে নিচ্ছে। যারফলে মাঝেমধ্যে সমাজকর্মীরা অপপ্রচারেরও শিকার হচ্ছে। কিন্তু তারপরও সমাজকর্মী ও উদ্যোক্তারা থেমে নেই। অগ্রগামী হয়ে তাদের মানবিক কাজগুলি অব্যাহত রেখে চলেছে।

পরিশেষে সকল স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তাগণ কেক কেটে আগামীর প্রত্যয়ে নতুন কিছু করার পরিকল্পনায় সকলের সমন্বয়ে মানবিক মূল্যবোধে সামাজিক অবক্ষয় রোধে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে যুব প্রশিক্ষণের সনদপত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET