৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাস্তাঘাট পরিস্কার করা সহ শহরের ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা 




রাস্তাঘাট পরিস্কার করা সহ শহরের ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা 

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২৪, ১৯:৪৮ | 633 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন করাসহ যানজটে নাকাল শহরের ট্রাফিকের দায়িত্ব পালন করা হয়েছে।
আজ বুধবার  সকাল থেকে উসমান গণি, এস সি গালর্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ উম্মে মোহনা, ইলিয়াস হোসেন,আব্দুল বারী,ইয়াকুব আলীর নেতৃত্বে তারা দুপুর পর্যন্ত সুনামগঞ্জ সরকারী সহ অন্যান্য স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মিলে প্রথমে পৌর অফিসে জড়ো হয়ে দুইভাগে ভাগ হয়ে শহরের কাজির পয়েন্ট,বিহারী পয়েন্ট,জামাইপাড়া ও বক পয়েন্ট,ট্রাফিক পয়েন্ট ও পুরাতন বাসস্ট্রেশনে গিয়ে রাস্তাঘাটে যত ধরনের ময়লা আবর্জনা রয়েছে তা তারা পরিস্কার পরিচ্ছন্ন করে শহরকে ক্লিন করে দেন। পরবর্তীতে ট্রাফিক পয়েন্টে এসে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন,সামিয়া নোভা, মুনতাহিনা প্রভা, সালমান আহমদ, সাব্বির, দোজা, ইন্দ্রাকশী, ওবায়দুল হক, রাফি, সাফি, নাবিল, আফিফ ও জামিল প্রমুখ।
 নেৃতৃন্দরা বলেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্রছাত্ররা আমরা আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস সরকারকে গণঅভ্যুতানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ আবারো দ্বিতীয় একটি স্বাধীন দেশে পরিণত করলাম। এতে অনেক তাজা তরুণ ছাত্র,কৃষক শ্রমিক,শিশু ও জনতাকে প্রাণ দিতে হলো। তাদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই নতুন বাংলাদেশটি। এখন থেকে সম্প্রীতি বজায় রেখে এই দেশটাকে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সম্প্রীতির একটি বাংলাদেশ গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন এই সুনামগঞ্জ জেলায় হিন্দু সম্প্রদায়ের সকল ভাইদের মন্দির ও  আশ্রমগুলোকে কওমি মাদ্রাসাার শিক্ষক ওছাত্ররা রাতে দিনে পাহাড়া দিয়ে সুরক্ষা করে যাচ্ছে বলে জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET