
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারীবাড়ীতে বিরাজ করছে উৎসবের আমেজ। দর্শনার্থী ও রবীন্দ্রপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবীর স্মৃতিবিজড়িত কাচারিবাড়ি অঙ্গন।
২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হওয়া তিন দিনব্যাপী জন্মবার্ষিকী উৎসব ইতিমধ্যে জমে উঠেছে।
তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালায় ২য় দিনে সিরাজগঞ্জের তিনটি সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও রয়েছে আলোচনা সভা ও রবীন্দ্র মেলা।
জানাযায়, নাটোরের রানী ভবানীর জমিদারীর একটি অংশ শাহজাদপুরের জমিদারী নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর ১৮৪০ সালে মাত্র ১৩ টাকা ১০ আনায় শাহজাদপুরের এই জমিদারী কিনে নেন।
১৮৯০ থেকে ১৮৯৭ এই ৮ বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারী দেখাশুনার জন্য এখানে আসতেন এবং সাময়িকভাবে বসবাসও করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন কবিতা সোনারতরী, চিত্র, চৈতালী, কল্পনা, ছোটগল্প পোষ্ট মাষ্টার, সহ ৩৮টি ছিন্ন পত্রাবলী, প্রবন্ধ ও গীতাঞ্জলীর অংশ বিশেষ, নাটক বিসর্জন এর মত সাহিত্যকর্ম।
তবে তিন দিনব্যাপী জন্ম উৎসব অন্য বদ্ধ হওয়ায় দর্শনার্থীদের সময় বৃদ্ধি করে ৭ দিনের দাবি জানিয়েছেন।