১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ১২

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২৫, ১৩:৫৩ | 621 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানার স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন।

আহতরা হলেন, কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, ইয়াছিন আলী, শাহ্জাহান। এদের মধ্যে সুজনের বা পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ইয়াছিন আলীর গুরুতর জখম না থাকলেও তার স্বজনরা তাকে উন্নত চিকিৎসার অন্য হাসপাতালে নিয়ে গিয়েছেন।

কারখানার এডমিন ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে স্থাপন করা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুইজন শ্রমিক গুরুতর আহত ও ১০জন শ্রমিক আহত হন। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসক দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সুজনের বা পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে অনেকে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে স্থাপন করা বয়লারটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করে। এসময় হয়তো তারা খেয়াল করেনি যে, সেটি পানি নিচ্ছে কিনা। এদিকে পানি না পাওয়ায় বয়লার হিট হতে হতে যখন স্ট্রীম আউট লাইন ছেড়েছে, তখনই বয়লারটি বিস্ফোরণ হয়েছে। পানি ছিল না হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।

আহতদের মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, আমরা ছয়জন রোগী পেয়েছি, তাদের মধ্যে কারো কোন বড় ধরনের ইনজুরি নাই। এদের মধ্য ইয়াছিন আলীকে তার স্বজনরা ময়মনসিংহ নিয়ে গিয়েছেন, সুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET