৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা !! ঘাতক স্বামী পলাতক




শ্রীপুরে পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা !! ঘাতক স্বামী পলাতক

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৫ ২০২৪, ১০:০০ | 619 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে নিজ বসত ঘরে স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিককে দেখতে কুপিয়ে আশরাফুল ইসলাম নামের এক পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে কুপিয়ে আহত করেছে এক স্বামী। দায়ের কোপে আহত স্ত্রী তাসলিমাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠনো হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের আজিজুল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী আজিজুল পলাতক রয়েছে।

নিহত আশরাফুল ইসলাম (৩৪) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি চন্নাপাড়া এলাকায় এসএস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করতেন। গুরুতর আহত তাসলিমা খাতুন (২৭) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী। তিনি আশরাফুল ইসলামের পরিচালিত এসএস ফ্যাশনে চাকুরি করতেন।

অভিযুক্ত আজিজুল হক (৩১) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি গত তিন বছর আগে চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, প্রায় ১৪বছর ধরে আজিজুল এ এলাকায় বসবাস করে রাজমিস্ত্রীর কাজ করছেন,আগে ভাড়া বাড়িতে থাকলেও গত ৩ বছর আগে ওই স্থানেই জমি কিনে বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। তার স্ত্রী তাসলিমা এস এস ফ্যাশন নামক কারখানায় চাকরি করার সুবাদে কারখানা মালিক আশরাফুল ইসলামের সাথে সখ্যতা গড়ে উঠে। এই সুবাদে তাসলিমার বাড়িতে আসা যাওয়া ছিল কারখানার পরিচালক আশরাফুল ইসলামের। তাদের এ বিষয়টি স্বামীর কাছে সন্দেহজনক মনে হয়। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আজিজুল কাজে চলে যান। ব্যক্তিগত প্রয়োজনে ঘন্টা খানেক পর বাসায় ফিরলে ভেতর থেকে বসত ঘরের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকির পর তাসলিমা দরজা খুললে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান স্বামী আজিজুল। উত্তেজিত হয়ে আজিজ ধারলো বটি দিয়ে দু’জনকে এলোপাথাড়ী ভাবে কোপান। এতে পরকীয়া প্রেমিক আশরাফুল ঘটনাস্থলেই নিহত ও স্ত্রী তাসলিমাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাসলিমাকে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল আমার বার্তাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক ঘাতক আজিজুল পলাতক রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET