২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • শ্রীপুরে রোগীকে যৌন হয়রানি ॥ চিকিৎসককে গণধোলাই




শ্রীপুরে রোগীকে যৌন হয়রানি ॥ চিকিৎসককে গণধোলাই

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২০, ২৩:১০ | 956 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে দাঁতের চিকিৎসা করাতে এসে কিশোরী শ্লীলতাহানির শিকার হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চিকিতসক শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা কাঁচাবাজার সংলগ্ন এমদাদ ডিজিটাল ডেন্টাল কেয়ারের মালিক ডেন্টিস্ট ডা. এমদাদ। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার আব্দুস ছামাদের ছেলে। তাকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। ভিকটিম শ্রীপুর পৌর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) নাহিদ, প্রত্যক্ষদর্শী ও ভিকটিম জানান, ঘটনার সময় ভিকটিম তার মাকে নিয়ে ওই চিকিতসকের কাছে দাঁতের চিকিতসা করাতে আসেন। চিকিতসা কক্ষে ডেন্টাল চেয়ারে বসিয়ে দাঁতে অস্ত্রোপচারের প্রস্তুতি নিয়ে চিকিতসক তাকে শ্লীলতাহানি করে। এসময় ভিকটিম সজোরে লাথি দিয়ে চেয়ার থেকে নেমে কক্ষ থেকে বেরিয়ে যায়। পরে তার মাকে ঘটনা বললে চিৎকার চেঁচামেচি শুরু হয়। এসময় আশপাশের লোকজন এসে ঘটনা শোনে চিকিৎসক এমদাদকে গণপিটুনি দেয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গণপিটুনি থেকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET