অভিযুক্ত চিকিতসক শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা কাঁচাবাজার সংলগ্ন এমদাদ ডিজিটাল ডেন্টাল কেয়ারের মালিক ডেন্টিস্ট ডা. এমদাদ। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার আব্দুস ছামাদের ছেলে। তাকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। ভিকটিম শ্রীপুর পৌর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) নাহিদ, প্রত্যক্ষদর্শী ও ভিকটিম জানান, ঘটনার সময় ভিকটিম তার মাকে নিয়ে ওই চিকিতসকের কাছে দাঁতের চিকিতসা করাতে আসেন। চিকিতসা কক্ষে ডেন্টাল চেয়ারে বসিয়ে দাঁতে অস্ত্রোপচারের প্রস্তুতি নিয়ে চিকিতসক তাকে শ্লীলতাহানি করে। এসময় ভিকটিম সজোরে লাথি দিয়ে চেয়ার থেকে নেমে কক্ষ থেকে বেরিয়ে যায়। পরে তার মাকে ঘটনা বললে চিৎকার চেঁচামেচি শুরু হয়। এসময় আশপাশের লোকজন এসে ঘটনা শোনে চিকিৎসক এমদাদকে গণপিটুনি দেয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গণপিটুনি থেকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করা হয়েছে।