২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • শ্রীপুর মহাসড়কে নতুন সড়ক আইন কার্যকর




শ্রীপুর মহাসড়কে নতুন সড়ক আইন কার্যকর

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২০, ২১:৪৩ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

:
গাজীপুরর শ্রীপুরর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সড়ক পরিবহন আইন-২০১৮ ও ই-প্রসিকিউশন কার্যকর করা হয়ছ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চলাচলকারী বিভিন ধরনর যানবাহনর লাইসন্সর কাগজপত্র তল্লাশি ও স্পিড গান দিয় গতি নির্ণয় কর নতুন আইন ব্যব¯া গ্রহন করা হয়। সামবার (১৪ই ডিসম্বর) দুপুর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কর উপজলার নতুন বাজার এলাকায় (পুষ্পদাম রিসার্টর সামন) হাইওয় পুলিশ গাজীপুর রিজিওনর অধিন¯ মাওনা হাইওয় পুলিশ এসব কার্যক্রম পরিচালনা কর।
মাওনা হাইওয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, ডিজিটাল বাংলাদশ গড়ার অংশ হিসব ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করা হয়। এসময় স্পিড গান ব্যবহার কর মাত্রাতিরিক্ত ৮০ কিলামিটারর অতিরিক্ত গাড়ি শনাক্ত কর অত্যাধুনিক পস (চঙঝ) মশিনর মাধ্যম জরিমানা আদায় কর মামলা দায়র করা হয়। জরিমানা টাকা মালিক বা চালকরা ইউসিবি ব্যাংকর মাধ্যম পরিশাধ করত পারব।
তিনি আরও জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হওয়ায় লাইসন্স ছাড়া গাড়ি চলাচল একদমই কম আসব এত মহাসড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কম আসব। ই-প্রসিকিউশন কার্যক্রম শুরু হওয়ায় এত মামলা পরবর্তী সহজতর হব। আইন অমান্যকারী পরিবহনগুলার মালিকগণ খুব সহজই তাদর মামলা নিষ্পত্তি করত পারবন। এসময় উপস্থিত ছিলন, হাইওয় পুলিশ গাজীপুর রিজিওনর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাদির জিলানীসহ হাইওয় পুলিশর সদস্যবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET