
মো. তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গায় মাহে রমজানের আগমন উপলক্ষ্যে আহ্বান জানিয়ে স্বাগত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’সলঙ্গা থানা শাখার আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা,খাবারের দোকান বন্ধ,নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানোসহ সকল অশ্লীল কাজকর্ম বন্ধের দাবি জানিয়ে একটি র্যালি বের হয়।
র্যালিটি সলঙ্গা সদরস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সলঙ্গা ডিগ্রি কলেজ সংলগ্ন (ডাচ্ বাংলা) চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা শাখা জামায়াতে ইসলামী’র আমির মোঃ রাশিদুল ইসলাম শহীদ,সভাপতিত্বে মাওলানা মোঃ আব্দুর রহমান, সঞ্চালনায় সলঙ্গা শহর শাখার সেক্রেটারী, মোঃ শফিউল আলম প্রমুখ।