১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সহনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহবান- জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার 




সহনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহবান- জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার 

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০২৪, ২০:০২ | 643 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, নির্বাচনের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হবে। আগামী সংসদ নির্বাচনে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে সংগঠন নির্বাচনে অংশ নেবে।
তিনি বলেন, ইসলামী দলগুলোর মধ্যে আকিদাগত মতভিন্নতা থাকতে পারে কিন্তু কুটনৈতিক প্রকৃয়ার মাধ্যমে নিরশন করা অতি সহজ তাই একে অপরকে ভূল বুঝিবুঝি ও দোষারোপ না করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবার আহবান জানান তিনি।
বুধবার দুপুরে (২০  নভেম্বর) বাগেরহাট এসিলাহা মিলনায়তন  জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,  আধুনিক বিশ্বে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে কোন একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। একটি দেশের সার্বিক কল্যানের জন্য সুষ্ঠ রাজনৈতিক সংস্কৃতিক থাকা আবশ্যক। বিগত কয়েক দশকের দূষন, দূঃশাসন, বি-রাজনীতি করনের কারনে রাজনীতি থেকে মানুষের মন উঠে গেছে। তার পরেও জুলাই বিপ্লবের মাধ্যমে আবারো দেশে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে। তাই কোন দলের প্রতি প্রতিহিংসা পরায়ন, জেল জুলুম নির্যাতন না করে মুক্ত বুদ্ধি, সুষ্ঠু চিন্তা, দেশ প্রেম, সহনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান তিনি।
বাগেরহাট  জেলা জাকের  পার্টির সভাপতি খান আরিফুর রহমানের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ: রশিদ হাওলাদার,কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ  সম্পাদক কৃষক মহীউদ্দীন ফকির, সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা,  সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী,  মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্যা মহুয়া সুলতানা লাভলি, বাগেরহাট  জেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক চান, সাবেক সভাপতি মুন্সী বাদল রেজা, আলহাজ্ব  রেজাউল শেখ বাগেরহাট জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET