১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




সিন্দুকছড়ি জোনের মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২১ ২০২৪, ২২:৫৩ | 638 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাসিক নিরাপত্তা ও মত বিনিময় সবা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে ২০২৪) পাহাড়ের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে জোনের মাল্টিপারপাস শেডে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তাফা পিএসসি জি।সভায় আরো উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, মানিকছড়ি থানার অফিসার ইনর্চাজ মোঃ ইকবাল উদ্দিন, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, তিনটহরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোঃ শফিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ, গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ও উপস্থিতিদের আলোচনায় মানিকছড়ি, গুইমারা, জালিয়াপাড়া, বড়পিলাক, সিন্দুকছড়ি, হাফছড়ি এলাকায় অবৈধ ভাবে গাছ কর্তন ও পাচার, মাদকদ্রব চোরাচালান, উৎপাদান ও সরবরাহ, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, বাজার শৃঙ্খলা, সরকারি সড়কের সুরক্ষার মতো বিষয় তুলে ধরেন আলোচকরা।

এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলেন, পাশাপাশি যানবাহনের অধিক গতি, ওভারলোড ও সড়ক দুর্ঘটনা,  পানি নিস্কাশন, পাহাড় কাটা, সন্ত্রাস নির্মূল, শিক্ষা ও চিকিৎসা সেবাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET