সিরাজগঞ্জে আনুষ্ঠানিকভাবে ভ্রমণ ট্যুরিজমের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে সিরাজগঞ্জ জেলখানা ঘাট থেকে বৃহত্তম যমুনা রেলওয়ে সেতুর উদ্দেশ্যে নৌকা যোগে যাত্রা শুরু করেন।
ভ্রমণ ট্যুরিজমটি প্রতিষ্ঠানটির সিইও মো. জিয়াউল হকের পরিচালনায় ও প্রতিষ্ঠানটির প্ররিচালক সিরাজগঞ্জ বাদ্য যন্ত্রশিল্পী মো. জাহিদ ও সন্জীবের সার্বিক ব্যবস্থাপনায় দেশের দীর্ঘতম রেলওয়ে সেতুর উদ্দেশ্যে ৬০ জন যাত্রী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। নাম সর্বস্ব মাত্র ১০০ টাকার বিনিময়ে যমুনা রেলওয়ের সেতুর স্থলে যাওয়া, আসা এবং হালকা নাস্তার ব্যবস্থা করেন। নৌকা ভ্রমণে দেশের খ্যাতনামা শিল্পী চাকুরীজীবী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থী এবং গৃহিণীরা অংশগ্রহণ করেন।