১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে ১০ম গ্রেডসহ পদোন্নতির দাবিতে শিক্ষকদের মানববন্ধন




সিরাজগ‌ঞ্জে ১০ম গ্রেডসহ পদোন্নতির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২৪, ২০:০৫ | 690 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।

বৃহস্প‌তিবার (৩ অক্টোবর) বিকাল ৪ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সাম‌নে এই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধনটি বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা সমন্বয়ক আশিষ কুমারের সভাপতিত্বে ও সংগঠনটির অন্যতম সমন্বয়ক মো. আরিফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমন্বয়ক আমিনুল ইসলাম। অনুষ্ঠানের দশম গ্রেড বাস্তবায়নের বিষয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমন্বয়ক, মো. সোহেল রানা।

এসময় সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন,
সমন্বয়ক মাসুদ রাব্বি, মো. শহিদুজ্জামান পলাশ, নকুল কুমার সাহা, মোকলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান, মো. রু‌বেল হোসেন, উম্মে হাবিবা, সুমাইয়া ইসলাম, অনন্যা শারমিন,
ইমরান খান সহ অন্যন্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধি অনুযায়ী সকল সহকারী শিক্ষক এখন ন্যূনতম যোগ্যতা স্নাতক ডিগ্রি, অন্যান্য দপ্তর ও বিভাগের স্নাতক ডিগ্রিধারীরা ১০ম গ্রেডে বেতন পান। কিন্তু আমরা শিক্ষক হয়ে অনেক হতভাগা। আমাদের মানুষ গড়ার কারিগর বলা হলেও আমাদেরকে রাখা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে দশম গ্রেড বাস্তবায়ন ও পদোন্নতি আমাদের দাবি নয় এটি আমাদের ন্যায্য অধিকার। স্বাধীন দেশে এ রকম বৈষম্য থাকতে পারেনা জানিয়ে শিক্ষক‌দের ন্যায় সংগত অধিকার ১০ম গ্রেড প্রদান করে আর্থসামাজিক হিসেবে অন্তর্বর্তী সরকারের নিকট প্রতিষ্ঠিত করারও আহবান করেন। অনুষ্ঠান শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে সারকলিপি প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET