১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত




সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৭ ২০২১, ২০:৪০ | 706 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৮৫ তম মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গোটাটিকরস্থ সমিতির সদর দপ্তরে বোর্ড সভার কার্যক্রম শুরু হলে তাতে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ এলাকা পরিচালক ও সমিতির বোর্ডের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ। বিয়ানী বাজার এলাকা পরিচালক সমিতি বোর্ডের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত বোর্ড সভায় আলোচনায় অংশ নেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী এসএম হাসনাত হাসান, আরইবির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, সমিতি বোর্ডের সহ-সভাপতি তাছলিমা সুলতানা, সচিব নজরুল হক তাপাদার, সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ মোহাম্মদ মেন্দি মিয়া, ওসমানীনগর এলাকা পরিচালক এমদাদুর রহমান, গোলাপগঞ্জ-দক্ষিণ সুরমা- ফেঞ্চুগঞ্জ এলাকার মনোনীত পরিচালক প্রিন্সিপাল রেজাউল আমিন, বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানী নগরের মনোনীত মহিলা পরিচালক মনি কাঞ্চন চৌধুরী, বিয়ানীবাজার-জকিগঞ্জ এলাকার মনোনীত মহিলা পরিচালক মিনতি রানী বিশ্বাস। এছাড়া সমিতির অধিনস্থ প্রতিটি জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তারা তাতে অংশগ্রহণ করেন।

সভায় সিদ্ধান্ত হয় ঝড় বাদলের এ সময়ে গ্রাহক সেবা অব্যহত রাখতে প্রতিটি এলাকায় বিদ্যুৎ বিভাগের লোকজনের সহায়তায় স্থানীয় সমাজসেবীদেরও সম্পৃক্ত করতে হবে। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে জনপ্রতিনিধিদের সহায়তা কামনার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার পরিচালকরাও গুরুদায়িত্ব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET