১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুনামগঞ্জে জমিয়তের গণসমাবেশ বৃহস্পতিবার ব্যাপক প্রস্তুিত সম্পন্ন।




সুনামগঞ্জে জমিয়তের গণসমাবেশ বৃহস্পতিবার ব্যাপক প্রস্তুিত সম্পন্ন।

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৫ ২০২৪, ২১:২৬ | 690 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নতুন বাংলাদেশকে বৈষম্যহীম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার দাবিতে আগামিকাল বৃহস্পতিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ডে একটি গণসমাবেশ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা।

গণসমাবেশ সফলের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে জেলার প্রতিটি উপজেলা থেকে বাস ট্রাক পিকাপ, নৌকা ও মোটরসাইকেল  নিয়ে হাজার হাজর নেতাকর্মী অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।

সর্বশেষ প্রচারণার অংশ হিসেবে বুধবার জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে পৃথক ২টি টিম শহরে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠসিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, পৌর সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ হাম্মাদ আহমদ, শাল্লা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরশাদ নোমান, ছাত্র বিষয়ক মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন প্রমুখ।

এছাড়া আজ উপজেলা কমিটি সমূহের উদ্দ্যোগে পৃথক পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা জমিয়তের প্রচার মিছিলে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব, সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরশাদ নোমান  যুব জমিয়তের সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা ত্বাহা হোসাইন সুনামগঞ্জ পৌরসভা ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী ছাত্র জমিয়ত সুনামগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি ছাত্র নেতা সোহাইল আহমদ ইয়াহইয়া প্রমুখ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় গণসমাবেশ শুরু হবে। উদ্বোধন করবেন জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি আল্লামা নুরুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহসভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী। বিশেষ অতিথি কেন্দ্রীয় সহসভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয়নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব। প্রধান বক্তা হিসেবে দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET