গর্ভধারিণী মাকে চিকিৎসার অভাবে হারাতে চাই না সাহারা ইসলাম(১৮)
মানবিক সাহায্যের আবেদন – বাঁচাতে এগিয়ে আসুন আপনি /আপনারা দুই কণ্যা সন্তানের জননী ফাতেমা আক্তার (৩৮) বাঁচতে চান। উনার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। কিডনি রোগে আক্রান্ত হয়ে ৫ বছর যাবৎ চিকিৎসা করিয়ে যাচ্ছেন।
ইতিমধ্যে ফাতেমা আক্তার কে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন এখন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৯ম তলার ৩১ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
দু’সন্তানের জননী ফাতেমা আক্তার এর স্বামী স্ত্রীর জন্য চিকিৎসা খরচ মেটাতে পৈত্রিক সম্পত্তি ব্যবসা-বাণিজ্য যা ছিল সবই শেষ করেছেন কিন্তু ভাগ্যের কি পরিহাস গত রমযানে তিনি ও স্ত্রীর শোকে ব্যথিত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন।
ফাতেমা আক্তার এর স্বামী মৃত: মোহাম্মদ হাসান হাজী কচুয়া উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা।
বর্তমানে ফাতেমা আক্তার দুটি কন্যা সন্তানসহ বাপের বাড়ি চাঁদপুর, ওয়ারলেস, তরপর চন্ডিপুর গ্রামের গাজি বাড়ীর বাসিন্দা।
বাপের বাড়ি পক্ষে ফাতেমা আক্তার এর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং তার দুটি মেয়ে।
বড় মেয়ের সাহারা ইসলাম (১৯) ছোট মেয়ে রাইসা (৬)।
’দুই সন্তানের জননী ফাতেমা আক্তার এর বড় মেয়ে সাহারা ইসলাম সমাজের বৃত্তবান মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
শাহারা ইসলাম বলেন আমরা গর্ভধারিণী মাকে চিকিৎসার অভাবে হারাতে চায় না বলেই সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছে।
দুটি সন্তানের জননী ফাতেমা আক্তারকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন এই নাম্বারে (01916464844)
শাহারা ইসলাম বড় মেয়ে সাথে কথা বলতে পারেন
আর্থিক সহযোগিতার জন্য বিকাশ নাম্বার 01916464844)
Please follow and like us: