প্রকৃত ঘটনা সম্বন্ধে ড. কাজী মনির জানান, তার ব্যক্তিগত কাজে জাতীয় পার্টির অফিসের সামনে সেন্টাল ল কলেজের “জাস ল হাউস” এ যাওয়ার পথে বিপুল পরিমাণ পুলিশ ও সাংবাদিক দেখে গাড়ী থেকে নেমে হাঁটা শুরু করেন। প্রতিমধ্যে দেশ টিভি, নিউজ টুয়েন্টিফোর, এশিয়ান টিভিসহ ইলেকট্রনিক মিডিয়ার কয়েকজন সাংবাদিক আমার গতি রোধ করে। সম্মানের সাথে তারা আমাকে দিনের পরিস্থিতির উপর একটি মন্তব্য করতে বলে। ম্যাক্সিমাম পরিচিত হওয়ায় আমি বক্তব্য শুরু করলে পাশ থেকে একজন পুলিশ এখানে ১৪৪ ধারা জারি আছে বলে জানান। আমি আমার বক্তব্য শেষ না করেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি। এ সময় বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধী এবং জাতীয় পার্টির কয়েকজনের সাথে বক্তব্যটি নিয়ে তর্ক-বিতর্ক হয়।
দিনশেষে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে, আমাকে লাঞ্ছিত করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। প্রকৃতপক্ষে এরূপ কোন ঘটনা ঘটে নাই। বাগেরহাট ৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও একটি কুচক্রী মহল আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। ইতিপূর্বেও এই মহলটি আমার বিরুদ্ধে অনেক মিথ্যা তথ্য সরবরাহ করেছে। যা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপিয়ে আমার সম্মান ক্ষুণ্য করার চেষ্টা করেছে। শনিবার (২রা নভেম্বর) আবারো আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করে পত্রিকায় নিউজ ছাপিয়েছেন। আমি এই মিথ্যা তথ্য সরবরাহ এবং পত্রিকায় পাবলিস্ট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Please follow and like us: