১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হঠাৎ করে তাড়াশ বাজারে সোয়াবিন তেল উধাও” আলুর দামও নাগালের বাইরে




হঠাৎ করে তাড়াশ বাজারে সোয়াবিন তেল উধাও” আলুর দামও নাগালের বাইরে

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৭ ২০২৪, ০৩:৩৩ | 627 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সিরাজগঞ্জের তাড়াশ পৌর বাজারে সোমবার হঠাৎ করেই ভোজ্য তেল বোতলজাত সোয়াবিন উধাও হয়ে যায়। যে কারণে ভোক্তা সাধারনের বেশ ভোগান্তি পোহাতে হয়। এদিকে হঠাৎ করে সোয়াবিন তেল ঘাটতি নাকি পরিকল্পিত ভাবে কৃত্রিম সংকট তৈরি করে মুল্যবৃদ্ধি করা হচ্ছে এবিষয়ে তাড়াশের সর্বসাধারণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। সরজমিনে তাড়াশ বাজারে ভোজ্য তেল বিক্রির দোকান ঘুরে দেখা যায়, কিছু দোকানে বোতলজাত তেল প্রকাশ্যে না রেখে কাটুনের ভিতরে আড়াল করে বিক্রি করছে। এদিকে অনেক ক্রেতার অভিযোগ ১ লিটার সোয়াবিনের বোতলের গায়ে মুল্য দেয়া আছে ১৬৮ টাকা অথচ দাম নিচ্ছে ২০০ টাকা। পাইকারি ব্যবসায়ীরা বলছে হঠাৎ করেই মোকামে লুজ সোয়াবিনের দাম লিটার প্রতি ২০ থেকে ২২ টাকা বৃদ্ধি পেয়েছে যে কারণে খুচরা বাজারে প্রভাব পরেছে। এদিকে টি কে গ্রুপ ও মেঘনা গ্রুপের ডিলার ও এস আর সাথে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত তাদের বোতলজাত সোয়াবিনের দাম বৃদ্ধি হয়নি। অপরদিকে, এক কেজি আলু কিনতে গুনতে হচ্ছে দেড় কেজি চালের মূল‌্যের সমান দাম। বহুল ব‌্যবহৃত সবজি খ্যাত আলু নামক নিত্য প্রয়োজনীয় দ্রব্যটির মূল্য এতো পরিমান বৃদ্ধি পেয়েছে যে, ক্রেতাদের নাগালেন বাইরে চলে গেছে। উপজেলার বিভিন্ন হাট- বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। অর্থ্যাৎ দেড় কেজি চালর দামে কিন‌তে হ‌চ্ছে এক কেজি আলু। এদিকে শীতের সবজি বাজারে উঠলেও দাম প্রায় আগের মতোই। বাজার করতে আসা র‌হিম, আফসার, সোহাগ, মুকুল আশকেন, র‌বিউলসহ একা‌ধিক ক্রেতা জানান, জীবন‌েও আলুর এমন দাম দেখি‌নি। এটা কোন স্বাভা‌বিক দাম হতে পারে না। তাদের অভিযোগ এটা সি‌ন্ডিকেট, সঠিক বাজার তদারকির অভাবে আলু, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার এমন অস্থিতিশীল হয়ে ওঠেছে।
এ ব্যাপারে বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান বলেন, তাড়াশ উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরপরও দ্রব্যমূল্য অতিরিক্ত নেয়ার বিষয়ে কেউ অভিযোগ করলে খতিয়ে দেখা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET