ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন পরে উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালী বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করা হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আমজাদ আলী, আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: