“সেবা ও উন্নতি দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জনসচেতনতা তৈরির লক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গন থেকে একটি র্যালী শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র এডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন।
আরো ছিলেন দুলালপুর ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সওদাগর, আসাদপুর ইউপি চেয়ারম্যান জালাল পাঠান, ঘাগুটিয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, জয়পুর ইউপি চেয়ারম্যান মো.তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন সদস্যগণ। এরপর অতিথিগণ শিল্পকলা একাডেমিতে স্থানীয় সরকার উন্নয়ন মেলার ৬টি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।