
কুমিল্লার হোমনা পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আওতায় ৫৯ লক্ষ ৬৫ হাজার ৬৯৬ টাকা ব্যয়ে বাগমারা সাহাপাড়া থেকে কবরস্থান পর্যন্ত এবং ৯০ লাখ ২৮ হাজার ৬০ টাকা ব্যয়ে শ্রীমদ্দি থেকে চরেরগাঁও পর্যন্ত দুইটি আরসিসি রাস্তার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় রাস্তা দুইটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
অনুষ্ঠানে হোমনা পৌর সভার সফল মেয়র এ্যাড.মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সস্পাদক কায়ছার আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, তাঁতীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সেলিমা আহমাদ এমপি হোমনা নবনির্মিত পৌর মার্কেটের নির্মাণ কাজ পরিদর্শন
Please follow and like us: