কুমিল্লার হোমনায় পৃথিবীর সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ১এর লায়ন্স ক্লাব অফ ঢাকা কিংসের স্পন্সরকৃত লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টারের উদ্যোগে জায়নামাজ বিতরন করা হয়েছে।
গতকাল ২২ শে জুলাই উপজেলার বাহেরখোলা গ্রামে এ মোট ৩০ জন মানুষের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।
এ মহৎ সার্ভিস প্রোগ্রামটি সার্বিকভাবে সহযোগিতা করেছেন, লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টারের থার্ড ভাইস প্রেসিডেন্ট বাহরাইন প্রবাসী লিও আব্দুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের পাস্ট প্রেসিডেন্ট ও লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টারের সম্মানীত চীফ এডভাইজর লায়ন মো. কামাল উদ্দিন এমজেএফ স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অফ ঢাকা কিংসের (২০১৯-২০) বর্ষের সম্মানীত ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন চন্দন লাল রয় দাদু, ক্লাব সেক্রেটারী (২০২১-২২) লায়ন সজিব হোসাইন বাবু ভাইয়া, রেগুলার ক্লাব মেম্বার লায়ন এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম ভাইয়ক, লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টারের চার্টার প্রেসিডেন্ট লিও মো. রাসেল আহমেদ। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মো. আলমগীর হোসাইন, মো. বিল্লাল হোসাইন, লিও নাদিয়া আক্তার প্রমুখ।
উল্লেখ্য লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টার প্রতিষ্ঠার পর থেকেই নানা রকম সামাজিক, মানবিক কর্মকান্ড করে যাচ্ছে। ২০২০-২১ সেবাবর্ষে বাংলাদেশের যেকোন লিও ক্লাবের মধ্যে সর্বোচ্চ ৩ লক্ষ ৭২ হাজারের অধিক মানুষ কে সেবাদান করা হয়। ২০১৯-২০ সেবাবর্ষে ১ লক্ষ ৯৩ হাজারের অধিক মানুষ কে সেবাদান করা হয়। ২০১৮-১৯ সেবা বর্ষে ৯০ হাজারের অধিক মানুষ কে সেবাদান করা হয়।
Please follow and like us: