
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে কোরআনে হাফেজ মুহাম্মদ নাহিদুল ইসলামকে সংবর্ধনা ও ৫০ কেজি মিস্টি বিতরণ করেছে কালিকাপুর প্রবাসী সামাজিক ঐক্য পরিষদ। এ উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিকাপুর প্রবাসী সামাজিক ঐক্য পরিষদের সভাপতি মাঈন উদ্দিন মিলন, উপদেষ্টা মোঃ আব্দুল খালেক, গাজী বদিউল আলম, আব্দুল হামিদ, মোঃ বেলাল হোসেন, মোঃ আবু তাহের মিয়া, মোঃ রফিক মিস্ত্রী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন, সহ অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ এরশাদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রুবেল, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, মোঃ আবু আহমেদ মিন্টু। হাফেজ নাহিদুল ইসলাম ফাহিমের পিতা আবদুল আলীমের সঞ্চালনায় আব্দুল আলীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জুনিয়র সদস্য জুনিয়র সদস্য কাজী আফহাম, তাওহীদ মজুমদার, মোঃ ফারহান, মোঃ আফসারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে কালিকাপুর সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে মানবিক কাজ অব্যাহত রয়েছে। এর মধ্যে পহেলা অক্টোবর কালিকাপুর গ্রামের মোঃ আবদুর রাজ্জাক সাগর কর্মস্থল ফেনীতে যাওয়ার সময় নানকরা রাস্তার মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য ২ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা, প্রতিবন্ধী অটোরিকশা চালক আবদুস সাত্তারকে অটোরিকশা মেরামতের জন্য ১০ হাজার টাকা, মেম্বার বাড়ির হাফেজ মুহাম্মদ নাহিদুল ইসলামকে সংবর্ধনা ও ৫০ কেজি মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় নুরানী মাদরাসার স্থায়ী ভবন নির্মাণে জায়গা ক্রয় করেছে। এজন্য প্রবাসী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।