১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে দিওড় ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত




বিরামপুরে দিওড় ইউনিয়নে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২৫, ০১:৪০ | 623 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‎দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে কোচগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
‎উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ.কে.এম মাসুদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।
‎এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, দিওড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুকুল, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ লিটন, উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, পৌর যুবদলের সাবেক সভাপতি নুর আলম নুরা প্রমূখ।
‎এছাড়াও কর্মী সভায় দিওড় ইউনিয়ন যুবদলের সভাপতি পদের ৪ জন, সাধারণ সম্পাদক পদের ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদের ৩ জন সহ মোট ১০ জন পদ প্রত্যাশী বক্তব্য রাখেন। পদ প্রত‍্যাশীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত যাচাইবাছাই করে পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থী ঘোষণা করা হবে বলে কর্মী সভায় জানানো হয়।
‎কর্মী সভায় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনকে নির্বাচিত করার লক্ষ্যে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশবাসী গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে রায় দেবে। তাই এখনই মাঠে নেমে জনগণের মন জয় করার বলে নেতৃবৃন্দরা মন্তব্য করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET