
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের আয়োজনে যুবদলকে গতিশীল করার লক্ষে মতবিনিময় সভা রবিবার বিকালে পেরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম।
পেরিয়া ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুমন আহম্মেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের মজুমদার, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু, মোহাম্মদ রিপন, পেরিয়া ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিব মিনার, উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা শাহজাহানপুর থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক এস এম পারভেজ, পেরিয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ডাক্তার ফয়েজ, ইউনিয়ন যুবদল নেতা শাহাদাত হোসেন, রমজান আলী, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খোকন, ইউনিয়ন যুবদল নেতা জাকের হোসেন, আলমগীর মিয়াজী, মুহিব উল্লাহ নাজাদী, ওয়ার্ড যুবদল নেতা খোকন গাজী, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল হান্নান তুষার, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিয়াজী প্রমুখ।